Logo

রণবীরের ‘ধুরন্ধর’ ভেঙেছে ‘পুষ্পা টু’-র রেকর্ড

profile picture
বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৬
3Shares
রণবীরের ‘ধুরন্ধর’ ভেঙেছে ‘পুষ্পা টু’-র রেকর্ড
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ ভারতের বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে। মুক্তির দ্বিতীয় রবিবারে সিনেমাটি আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় রবিবারে বক্স অফিস আয় হয়েছিল ৫৪ কোটি টাকা। সেই একই দিনে ‘ধুরন্ধর’ ৫৮ কোটি টাকার ব্যবসা করে রেকর্ডটি অতিক্রম করেছে। এদিকে, সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের ছবি মুক্তি পেলেও এই ধরনের সাফল্য পাওয়া সম্ভব হয়নি।

মুক্তির মাত্র ১০ দিনে, ‘ধুরন্ধর’ ভারতে সর্বমোট ৩৫১ কোটি ৬১ লাখ টাকা আয় করেছে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খন্না ও আর মাধবন অভিনীত সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তে প্রায় ১১১ কোটি টাকা আয় করেছে।

বিজ্ঞাপন

বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, ভারতীয় বক্স অফিসে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় ‘ধুরন্ধর’ বড়দিন ও নববর্ষের ছুটির সুবিধা পুরোপুরি পাবে। এর ফলে সিনেমাটি দ্রুত ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD