কোটিপতি হয়েও সুখে নেই অক্ষয়!

বলিউডের অন্যতম শীর্ষ ধনী অভিনেতা অক্ষয় কুমার কোটিপতি হলেও পুরোপুরি সুখী নন বলে সম্প্রতি জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তারকাখ্যাতির কারণে মধ্যবিত্ত জীবনের কিছু সাধারণ অভ্যাস এখন আর করতে পারেন না।
বিজ্ঞাপন
মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অক্ষয় বলেন, আমি প্রতিদিন সৈকতে যেতাম এবং সেখানে শরীরচর্চা করতাম। কিন্তু এখন আমি সমুদ্রের তীরে গিয়ে এগুলো করতে পারি না। হ্যাঁ, এটি এমন কিছু যা আমি খুব মিস করি।
আরও পড়ুন: সব আনন্দ মিস করছি: মিমি চক্রবর্তী
তবে অক্ষয় জানান, বাইরে ঘোরা বা স্ট্রিট ফুড খাওয়া তাঁর খুব মিস হয় না। তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন, যার মধ্যে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি থ্রি’, ‘হাইওয়ান’ ও ‘ভূত বাংলো’।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’ ছিল প্রায় ৯৫ কোটি রুপির বাজেটে নির্মিত এবং বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি রুপি আয় করেছে।








