Logo

হলিউড পরিচালক রব রেইনার ও স্ত্রীর মরদেহ উদ্ধার

profile picture
বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩১
2Shares
হলিউড পরিচালক রব রেইনার ও স্ত্রীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে হলিউড পরিচালক ও অভিনেতা রব রেইনার (৭৮) এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনার (৬৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। রেইনারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দম্পতির মরদেহে এই ছুরিকাঘাতের ক্ষত দৃশ্যমান ছিল।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ডাকাতি ও হত্যা বিভাগের গোয়েন্দাদের এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড এটিকে “হত্যাকাণ্ড” হিসেবে তদন্ত করা হচ্ছে বলে উল্লেখ করেছেন। এই ঘটনায় রেইনারের বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস রেইনারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, এটি শহরের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রব রেইনার হলিউডের একজন কিংবদন্তী পরিচালক ও অভিনেতা। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ এবং ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি, তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’ পরিচালনা করে বিশ্বখ্যাতি অর্জন করেন।

বিজ্ঞাপন

রব রেইনার ১৯৮৯ সাল থেকে মিশেল সিঙ্গার রেইনারের সাথে বিবাহিত ছিলেন। তাদের তিনটি সন্তান রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD