আতিফ আসলামের কনসার্ট বাতিল, আয়োজককে প্রতারণার অভিযোগে মামলা

ঢাকায় পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলামের কনসার্ট বাতিলের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে ‘মেইন স্টেজ ইনক’ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া এই প্রতারণার অভিযোগে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ডিবিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত সংস্থা আদালতকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন— আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’ এর সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান, ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেড, চলঘুরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল এবং চেয়ারম্যান প্রমি ইসলাম।
বিজ্ঞাপন
মামলার অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি আসিফ ইকবাল খান ও ব্রিতি সাবরিন খান অপর আসামিদের যোগসাজশে কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি বা নিরাপত্তা নিশ্চিত না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে টিকিট বিক্রি শুরু করেন।
আগে নির্ধারিত স্থান প্রকাশ না হলেও পরে ফেসবুকে জানানো হয়, কনসার্টটি পূর্বাচল নিউটাউনের আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর ফলে সংবাদটি দ্রুত ভাইরাল হয়। এরপরও আসামিরা নির্ধারিত তারিখে অনুষ্ঠানটি না আয়োজনের পর ভুক্তভোগীরা টাকা ফেরতের জন্য অনুরোধ করলে আসামিরা তা পূরণে অনিয়ম ও টালবাহানা করেন।
আরও পড়ুন: হলুদের সাজে কেয়া পায়েল
বিজ্ঞাপন
বাদী মামলায় উল্লেখ করেছেন, আসামিরা ৮৬ হাজার ৬৩২ টাকার টিকিটসহ অনেকের অর্থ আত্মসাত করেছেন। পরে টিকিটের টাকা ফেরত না দিয়ে টালবাহানা চালানো হয়, যা পরিকল্পিত প্রতারণা বলে অভিযোগ করা হয়েছে।








