সিংহম থ্রি আসছে!
39Shares

ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার অজয় দেবগনের ব্লকবাস্টার ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির ভক্ত অসংখ্য। তাঁরা এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি দেখার জন্য মুখিয়ে আছেন। ভক্তদের আশা প...
বিজ্ঞাপন
বলিউড সুপারস্টার অজয় দেবগনের ব্লকবাস্টার ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির ভক্ত অসংখ্য। তাঁরা এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি দেখার জন্য মুখিয়ে আছেন। ভক্তদের আশা পূরণ হচ্ছে।
বিনোদনভিত্তিক পোর্টাল পিপিংমুন ডটকম জানিয়েছে, ‘সূর্যবংশী’ অভিনেতা অক্ষয় কুমার, অজয় দেবগন ও রণবীর সিং নিশ্চিত করেছেন পরিচালক রোহিত শেঠি তাঁর কপ-ইউনিভার্স সম্প্রসারণের জন্য কাজ করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সুপারহিট ফ্র্যাঞ্চাইজ ‘সিংহম’-এর পরবর্তী কিস্তি নির্মাণ করবেন। কেন্দ্রীয় ভূমিকায় থাকা অজয় দেবগনের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘সিংহম থ্রি’।
বিজ্ঞাপন
অজয় দেবগন এখন ‘রানওয়ে ৩৪’ সিনেমা মুক্তির অপেক্ষায়। অজয় অভিনীত, পরিচালিত ও প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রাকুল প্রীত সিং, বোমান ইরানি প্রমুখ।
এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন অজয় দেবগন, সেখানে পিপিংমুন তাঁকে প্রশ্ন করে ‘সিংহম থ্রি’র আপডেট কী। উত্তরে অজয় বলেন, ‘সিংহম থ্রি’ এ বছরের শেষের দিকে শুটিংয়ে যাবে।’
গুঞ্জন রয়েছে, ‘সিংহম থ্রি’ ভারতের সংবিধানের আর্টিকেল ৩৭০ নিয়ে। তবে অজয় সাফ বলে দিয়েছেন, ‘না, এ রকম কিছু নেই।
বিজ্ঞাপন
এসএ/