সালমান ঐশ্বরিয়ার প্রেম-বিচ্ছেদের অজানা কাহিনী প্রকাশ্যে

বলিউডের আলোচিত জুটি ঐশ্বরিয়া রাই ও সালমান খান–এর প্রেমের কথা কমবেশি সবারই জানা। ১৯৯৯ সালে সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’–এর শুটিং সেট থেকেই তাদের সম্পর্কের শুরু।
বিজ্ঞাপন
কিন্তু ২০০২ সালে এই সম্পর্ক ভেঙে যায়, যা ঐশ্বরিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তি প্রহ্লাদ কক্কর।
আরও পড়ুন: তাহসান-রোজার নতুন মুহূর্ত, শেয়ার হলো মিষ্টি ছবি
প্রহ্লাদ কক্কর বলেন, ‘সালমানের সঙ্গে সম্পর্কে ভাঙনের পর ঐশ্বরিয়ার অভিনয়জীবনে এই ভাঙন বিশেষ প্রভাব ফেলেছিল। বলিউডে প্রায় একঘরে হয়ে গিয়েছিল ঐশ্বরিয়া রাই। ও সম্পর্কে ভাঙনে যে কষ্ট পেয়েছিল সেরকমভাবেই ইন্ডাস্ট্রির ব্যবহারেও কষ্ট পেয়েছিল, ও হয়তো তার চেয়েও বেশি কষ্ট পেয়েছিল। আমি ওকে সবসময় বোঝাতাম। এই ঘটনার পর ইন্ডাস্ট্রির উপর থেকে ঐশ্বরিয়া একেবারেই বিশ্বাস চলে গিয়েছিল।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘সালমানের সঙ্গে বিচ্ছেদের পর সবাই তাকেই সমর্থন করত। ওর পাশে কেউ ছিল না। এটা ওর সবচেয়ে খারাপ লাগার জায়গা ছিল। আমি লক্ষ্য করতাম দুজনের সঙ্গেই কে কীরকম ব্যবহার করছে তা বোঝার চেষ্টা করতাম। পুরোটাই একপেশে ছিল।’ দুজনের জীবনের পথ আলাদা হয়ে যাওয়ার পর বচ্চন পরিবারের বধূ হন ঐশ্বরিয়া। অন্যদিকে বিয়ে না করলেও সালমান জড়িয়েছেন একাধিক সম্পর্কে।