Logo

বাংলাদেশকে নিয়ে যা বললেন অভিনেত্রী হানিয়া আমির

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৩৫
33Shares
বাংলাদেশকে নিয়ে যা বললেন অভিনেত্রী হানিয়া আমির
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজে ঢাকায় অবস্থানের খবর নিশ্চিত করেন। এরপর সন্ধ্যায় ভক্তদের উদ্দেশ্যে বাংলায় লেখা এক বিশেষ বার্তা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিসহ দেওয়া সেই পোস্টে হানিয়া লেখেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো, সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা এবং একটি লাভ ইমোজি। বাংলায় লেখা এই ক্যাপশন দ্রুতই বাংলাদেশের ভক্তদের হৃদয় জয় করে নেয়। মাত্র এক ঘণ্টায় পোস্টে রিয়েক্ট পড়ে ৬০ হাজার, কমেন্ট হয় ৫ হাজারের বেশি।

বিজ্ঞাপন

আয়োজক সূত্র জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর হানিয়া আমির ঢাকার শেরাটন হোটেলে বিশেষ এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন ২১ সেপ্টেম্বর তিনি ফটোশুটে অংশ নেবেন। ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও জানা গেছে।

২০১৬ সালে অভিনয়ে যাত্রা শুরু করা হানিয়া ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে আকাশচুম্বী খ্যাতি পেয়েছেন। সম্প্রতি বলিউডে ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তার।

বিজ্ঞাপন

রোমান্টিক, কমেডি কিংবা চরিত্রাভিনয় সব ধরনের চরিত্রেই সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকেন তিনি। পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এ তারকার ধারাবাহিকপ্রতি পারিশ্রমিক এখন চার লাখ রুপি। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি।

বর্তমানে ২৮ বছর বয়সী হানিয়া আমিরের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD