ফিলিস্তিনের পতাকা হাতে ম্যারাথন দৌড়ে তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার আলোচনায় এসেছেন অভিনয়ের বাইরে অন্য এক কারণে।
বিজ্ঞাপন
রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ম্যারাথনে অংশ নিয়ে তিনি শুধু দীর্ঘপথ পাড়িই দেননি, বরং হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে দৌড়ে বিশেষভাবে সবার দৃষ্টি কাড়েন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আয়োজিত এই ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে দৌড়ান তৌসিফ। ২১ কিলোমিটার দৌড় শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তৌসিফ লেখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’
বিজ্ঞাপন
ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতার পোস্টে বোঝা য়ায়, এত দীর্ঘ পথ দৌড়ানো তার কাছে একসময় অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা সম্ভব করেছেন। ভক্তরাও তার এই সাফল্যের প্রশংসা করেছেন।
তবে তার ভক্তদের অনুরাগীদের কাছে আরও নজর কেড়েছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়ানোর বিষয়টি। এদিন তিনি বিশেষভাবে নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। ছবিতে দেখা যায়, গলায় ফিলিস্তিনের পতাকা বেঁধে রেখেছেন, আবার পতাকাটি হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন।
বর্তমানে ওটিটি কনটেন্ট নিয়েই আলোচনায় আছেন তৌসিফ মাহবুব। সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘খোয়াবনামা’। নির্মাতা ভিকি জাহেদের এই ওয়েবফিল্মে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। ওয়েবফিল্মটিতে তৌসিফের অভিনয় বেশ প্রশংসা পেয়েছে দর্শকের কাছে।
বিজ্ঞাপন