Logo

আজ স্বপ্নের নায়ক সালমান শাহ’র জন্মদিন

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৪৯
21Shares
আজ স্বপ্নের নায়ক সালমান শাহ’র জন্মদিন
ছবি: সংগৃহীত

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন আজ (শুক্রবার) ১৯ সেপ্টেম্বর। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন তিনি। যদি বেঁচে থাকতেন, তবে আজ তার বয়স হতো ৫৪ বছর।

বিজ্ঞাপন

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় এ তারকার জীবনপ্রদীপ। ক্ষণিকের জন্যে ইন্ডাস্ট্রিতে আসলেও রাতারাতি হয়ে ওঠেন বাংলা সিনেমার স্টাইল আইকন। সে সময়ের তার আলোকচ্ছটা আজও ম্লান হয়নি; বরং সময়ের সঙ্গে যেন তার জনপ্রিয়তা আরও গভীর হচ্ছে।

অনেকে মনে করেন, অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই সালমান এতটা আলো ছড়াতে পেরেছিলেন। তাই তার চলে যাওয়ার প্রায় তিন দশক পরও এখনও ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছেন এই মহানায়ক।

বিজ্ঞাপন

সালমান শাহ ছিলেন নব্বইয়ের দশকের তরুণদের কাছে এক অনন্য নায়ক। শুধু দর্শক নয়, সহকর্মী অভিনেতারাও তাকে মানতেন অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে। তার অভিনয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না, আর ফ্যাশন-স্টাইলের ছাপ ছিল কয়েক ধাপ এগিয়ে।

অনেকের মতে, তিনি যেন ছিলেন বিনোদন জগতের টাইম ট্রাভেলার। কারণ তিন দশক আগেই তিনি যে সাজসজ্জার ধারা শুরু করেছিলেন, এখনকার নায়কদের মধ্যে তা স্পষ্টভাবে প্রতিফলিত।

বিজ্ঞাপন

আজকের দিনে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন, শ্রদ্ধাভরে স্মরণ করছেন তার ভক্ত-অনরাগীরা। বাংলা সিনেমার এই অমর নায়ক নেই প্রায় তিন দশক, তবুও যে তার অনুপস্থিতিতে আজও ভক্তদের হৃদয় পুড়ছে- তা বলাই বাহুল্য।

জেবি/এমএল/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD