Logo

করণ জোহরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন কাজলের মেয়ে!

profile picture
বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৫৮
36Shares
করণ জোহরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন কাজলের মেয়ে!
ছবি: সংগৃহীত

বলিউডের বহু খ্যাতনামা তারকাদের সন্তান চলচ্চিত্র জগতে করণ জোহরের হাত ধরে এসছেন। জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট থেকে শুরু করে অনন্যা পাণ্ডে বা জাহ্নবী কাপুর, অনেকেই এই তালিকায় আছেন। সে তালিকায় কাজল ও অজয় দেবগন কন্যা নাইসা দেবগনকে নিয়েও এমন পরিকল্পনা ছিল নির্মাতার।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় পত্নী কাজল নিজেই জানালেন সেই কথা।

জানান, নাইসার জন্য করণ জোহর নিজে থেকেই কল করেছিলেন কাজলের কাছে। কিন্তু নাইসা জানিয়েছেন, তার এখনই অভিনয়ে আসার কোনো পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

এ নিয়ে কাজল বলেন, ‘ও যা করতে চাইবে, আমাদের জানাবে। আমরা পুরোপুরি ওর পাশে আছি।

কাজল আরও জানান, মা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি তার দুই সন্তান নাইসা ও যুগকে সম্মান করেন। তাদের রসবোধ, ব্যক্তিত্ব ও মেজাজের প্রশংসা করে অভিনেত্রী জানান, সন্তানদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবেন কাজল।

সিনেমা জগতে আসা নিয়ে গুঞ্জন থাকলেও অজয় কন্যা নাইসা বর্তমানে পড়াশোনাতেই বেশি মনোযোগী। এ বছর সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

সেই বিশেষ মুহূর্তে পুরো দেবগন পরিবার সেখানে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে কাজল লিখেছিলেন, ‘এটি তার জীবনের অনেক গর্বের মুহূর্ত।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD