‘সাইয়ারা’ হিট হতেই অনীত পাড্ডার ঝুলিতে নতুন ছবি

বলিউডে ‘সাইয়ারা’ ছবির সাফল্য কাটতে না কাটতে নতুন ছবির ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অনীত পাড্ডা।
বিজ্ঞাপন
মিষ্টি প্রেমের গল্পে দর্শকের মন জয় করা অনীত এবার এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে হাজির হবেন। নতুন ছবিতে তিনি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন এবং ন্যায়ের পক্ষে লড়াই দেখাবেন।
ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ছবিতে অনীতের সঙ্গে থাকছেন ফাতেমা সানা শেখ ও অর্জুন মাথুর। শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
মডেলিং ও বিজ্ঞাপন জগতে ক্যারিয়ার শুরু করা অনীত কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক হয়েছিল ‘সাইয়ারা’। এই সাফল্যের পর দর্শকের প্রত্যাশা নতুন ছবিতে তার কোর্টরুম ড্রামার চরিত্র কতটা সফল হবে তা দেখার জন্য তুঙ্গে রয়েছে।