‘জাতির কাছে প্রশ্ন, দুধ দিয়ে গোসল করলে কী হয় : রিয়া মনি

দুধ দিয়ে গোসল করে আলোচনায় আসা হিরো আলম এবার মৌখিকভাবে স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে এই ঘটনা ঘটে।
হিরো আলম জানান, তালাকের কাগজপত্র তার আইনজীবী ইতোমধ্যেই প্রস্তুত করেছেন। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ হাতে পাবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “আর যদি কোনো দিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।”
বিজ্ঞাপন
এদিকে, হিরো আলমের ‘দুধ দিয়ে গোসল’ করার ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়া মনি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন— “জাতির কাছে প্রশ্ন, দুধ দিয়ে গোসল করলে কী হয়?”
তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।