দর্শকের চোখের জলে রেকর্ড গড়ল জুবিনের শেষ ছবি, রেকর্ড হাউসফুল

আসামের রাজপুত্র খ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যু মাত্র দেড় মাস পর মুক্তি পেয়েছে তার শেষ ছবি ‘রই রই বিনালে’।
বিজ্ঞাপন
শুক্রবার (৩১ অক্টোবর) আসাম, কলকাতা ও মুম্বাইয়ের নির্বাচিত সিনেমাহলে ছবিটি মুক্তি পেয়েছে।
আসামের সব প্রেক্ষাগৃহ হাউসফুল। দীর্ঘদিন বন্ধ থাকা দুটি সিনেমাহল নতুন করে চালু করা হয়েছে ভক্তদের ভিড় সামলানোর জন্য। জুবিনের শেষ সিনেমা দেখার জন্য অনুরাগীরা রাস্তায় নেমে একত্রিত হয়েছেন। ছবির প্রিমিয়ার ও বিশেষ শোতে আবেগমাখা মুহূর্ত সৃষ্টি হয়েছে, অনেক দর্শকের চোখে স্বাভাবিকভাবেই জল দেখা গেছে।
আরও পড়ুন: শুভ জন্মদিন ঐশ্বরিয়া রাই বচ্চন
বিজ্ঞাপন
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ১৯ সেপ্টেম্বর জুবিনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি। মৃত্যকালে তিনি ৫২ বছর বয়সে পৌঁছেছিলেন।








