Logo

১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ীর প্রেমে মালাইকা আরোরা

profile picture
বিনোদন ডেস্ক
১ নভেম্বর, ২০২৫, ১৯:২৮
130Shares
১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ীর প্রেমে মালাইকা আরোরা
ছবি: সংগৃহীত

বিনোদন মহলের গুঞ্জন, মালাইকা নাকি এখন প্রেমে পড়েছেন এক তরুণ হীরা ব্যবসায়ীর- নাম হর্ষ মেহেতা। জানা গেছে, হর্ষের সঙ্গে মালাইকার বয়সের পার্থক্য প্রায় উনিশ বছর! গত বছর থেকেই দু’জনের বন্ধুত্বের শুরু, আর গত কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

প্রায় দু’দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে বহু আগেই প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল মালাইকা আরোরার। এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কও শেষ হয়েছে কিছুদিন আগে। জীবনের এই নতুন অধ্যায়ে এসে আবারও খবরে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল। খবর নিউজ ১৮’র।

বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের হাই-ভোল্টেজ কনসার্টে উপস্থিত ছিলেন মালাইকা। সাদা পোশাকে ঝলমল করছিলেন তিনি। আর তার পাশেই এক রহস্যময় পুরুষ- একই রঙে সেজে উপস্থিত। ক্যামেরায় ধরা পড়ে দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত, যা ছড়িয়ে পড়তেই বলিপাড়ায় শুরু হয়েছে কানাঘুষা।

বিজ্ঞাপন

সূত্রের দাবি, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ঠান্ডা পড়ার পরই হর্ষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মালাইকার।

গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময় মালাইকার এক ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছিল এক রহস্যময় পুরুষকে- যদিও অভিনেত্রীর ফোকাস ছিল খাবারের দিকে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকা সেই আবছা অবয়বই যেন এই নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছিল তখনই।

বিজ্ঞাপন

এনরিকের কনসার্টের ভাইরাল ছবি ও ভিডিও দেখে অনেকে মন্তব্য করেছেন, অর্জুনের চেয়ে হর্ষ অনেক ভালো! 

আবার কেউ কেউ বলছেন, ছবির ওই ব্যক্তি আসলে মালাইকার ম্যানেজার। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ীর প্রেমে মালাইকা আরোরা