তামান্নাকে নিয়ে অনন্য মামুনের পোস্টে নতুন সিনেমার গুঞ্জন

ঢালিউড নির্মাতা অনন্য মামুনের একটি ফেসবুক পোস্টে নতুন রোমাঞ্চের ইঙ্গিত মিলেছে। বলিউড ও দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ছবি শেয়ার করতেই সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে কালো পোশাকে তামান্নার ছবি পোস্ট করে অনন্য মামুন লেখেন—
‘এত বড় মাপের শিল্পী হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই।’
সঙ্গেই তিনি বাংলাদেশি চলচ্চিত্রে এজেন্সি ও ম্যানেজমেন্ট সিস্টেম না থাকার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে জানান, ভারতে পরিচালকরা সহজেই এজেন্সির মাধ্যমে বড় তারকাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
পোস্টের শেষদিকে নির্মাতা নতুন চলচ্চিত্র পরিকল্পনার দিকেও ইঙ্গিত দেন। বলেন—‘প্রজেক্ট প্ল্যান আর গল্প তৈরি। বাংলাদেশের দর্শক অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায়। এবার সেটাই করছি।’
এতেই শুরু হয়েছে তুমুল জল্পনা—তামান্না কি তবে এবার ঢালিউডে অভিনয় করতে আসছেন?
বিজ্ঞাপন
ভক্তদের বহুজন আবার আশা প্রকাশ করেছেন, তামান্নাকে শাকিব খানের বিপরীতে দেখতে চান বড় পর্দায়। মন্তব্যের ঘরজুড়ে তাই এখন উত্তেজনা— অনন্য মামুন কি নতুন আন্তর্জাতিক কাস্টিংয়ের দিকে এগোচ্ছেন?









