Logo

আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে: শুভশ্রী গাঙ্গুলী

profile picture
বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৫, ১৩:৩৬
11Shares
আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে: শুভশ্রী গাঙ্গুলী
ছবি: সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবার পর্দায় দেখা দেবেন সাংবাদিকের চরিত্রে। তার আগামী সিরিজ ‘অনুসন্ধান’ মুক্তির অপেক্ষায়। অদিতি রায়ের পরিচালনায় সিরিজটিতে শুভশ্রী এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার ভূমিকায় অভিনয় করছেন।

বিজ্ঞাপন

সিরিজটির প্রচারণার সময় ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন শুভশ্রী।

তিনি বলেন, ‘আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই ‘সুপারস্টার’ কথাটা কোথাও কোনো অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে আস্তে বদলাবে।’

বিজ্ঞাপন

মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা যাবে। সিরিজের গল্প ঘিরে মহিলা সংশোধনাগারের স্পর্শকাতর বিষয়, যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার নেই, কিন্তু একাধিক কারাবন্দি অন্তঃসত্ত্বা হচ্ছেন। এই রহস্যের তদন্ত করবেন সাংবাদিক অনুমিতার ভূমিকায় থাকা শুভশ্রী।

সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব খুশি যে এ রকম চরিত্রে আমাকে ভাবা হয়েছে। মনে হয়, এই বিষয় নিয়ে কথা বলা দরকার। যদিও খবরটি ছোট আকারে প্রকাশিত হয়, তবুও তেমন আলোচনা হয়নি। আমরা শিল্পী, তাই আমাদের প্রতিবাদের মাধ্যমটাও ভিন্ন রকম।’

বিজ্ঞাপন

শুভশ্রীর নতুন সিরিজ ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD