এবার দীপিকার পাশে কোয়েল মল্লিক

বলিউডে ৮ ঘণ্টার শুটিং শিফটের দাবিকে ঘিরে তোলপাড়ের মধ্যেই দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়ালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, নতুন মা হিসেবে দীপিকার দাবি একেবারেই যৌক্তিক। মাতৃত্বের পর কাজের সময় সীমিত রাখাটা স্বাভাবিক এবং এতে কোনো ভুল নেই। তিনি মনে করেন, ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্বের ভারসাম্য বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তবে প্রযোজনা সংস্থার দিকটিও তিনি বিবেচনায় এনেছেন। কোয়েলের ভাষায়, “বড় বাজেটের সিনেমায় প্রতিটি দিন ও ঘণ্টার খরচ অনেক বেশি। তাই এই বিষয়টি বোঝাপড়ার মাধ্যমে সমাধান করাই উচিত।”
বিজ্ঞাপন
দুই সন্তানের মা হয়েও টালিউডে সমানতালে কাজ করে চলেছেন কোয়েল মল্লিক। চলতি বছরেই মুক্তি পেয়েছে তার একাধিক ছবি। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি দীপিকার অবস্থানকে সমর্থন জানিয়েছেন।








