দীপিকার মেয়ের মতো কন্যাকে লেহেঙ্গা পরাতে চান ভারতী সিং

ভারতীয় কমেডি জগতের জনপ্রিয় মুখ ভারতী সিং আবারও মা হতে চলেছেন। সম্প্রতি স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি জানিয়েছেন তিনি। প্রথম সন্তান গোলার পর এবার কন্যা সন্তানের আশায় দিন গুনছেন এই ‘কমেডি কুইন’।
বিজ্ঞাপন
নিজের ভ্লগে ভারতী জানান, সম্প্রতি আল্ট্রাসোনোগ্রাফি করাতে গিয়ে সন্তানের প্রথম ঝলক দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে।
সেই মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে ভারতী বলেন, `দেবী মা যেন দ্রুত ঘরে আসেন। আমি চাই আমার মেয়েকে দীপিকা আর রণবীরের মেয়ে দুয়া-র মতো লেহেঙ্গা পরাতে, আর তার চুলে সুন্দর পনিটেল বাঁধতে।'
আরও পড়ুন: সালমান শাহকে নিয়ে সামিরার নতুন দাবি
বিজ্ঞাপন
উল্লেখ্য, বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মেয়ে দুয়া জন্মের পর থেকেই আলোচনায় রয়েছে। তার ছোট্ট ফ্যাশন সেন্স নিয়েও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আগ্রহ কম নয়। সেই অনুপ্রেরণাতেই ভবিষ্যৎ কন্যাকে বিশেষ সাজে দেখতে চান ভারতী সিং।
এর আগে ভারতী ও হর্ষ একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমরা আবার বাবা-মা হতে চলেছি’—যা মুহূর্তেই ভেসে যায় শুভেচ্ছার বন্যায়।








