গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার

আত্মবিশ্বাস ও সাহসিকতার জন্য পরিচিত গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া এবার নতুন করে চমকে দিলেন ভক্তদের। সাদা টপ ও ডেনিম জিন্সে সাজা প্রিয়াঙ্কা গলায় আস্ত সাপ জড়িয়ে ছবি ও ভিডিও পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপন
সম্প্রতি শেয়ার করা ভিডিওতে দেখা যায়, স্বামী নিক জোনাস মজা করে বলছেন— ‘তোমার নতুন গয়না দারুণ লাগছে।’ উত্তরে প্রিয়াঙ্কা জানান, ‘এটা গয়না নয়, সত্যিকারের সাপ।’ নিকের মুখে ভয়ের ছাপ স্পষ্ট হলেও প্রিয়াঙ্কা বেশ স্বাচ্ছন্দ্যে সাপটিকে ধরে রয়েছেন।
আরও পড়ুন: এবার দীপিকার পাশে কোয়েল মল্লিক
এর আগে সাপের সঙ্গে তোলা আরও কয়েকটি পুরোনো ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। কোনো ছবিতে তার গলায় ঝুলছে অজগর, আরেকটিতে হাতে ধরা কোবরা— যা দেখে বোঝাই যায় সাপের প্রতি তার ভয় নেই বললেই চলে।
বিজ্ঞাপন
অভিনেত্রীর এমন সাহসিকতায় মুগ্ধ ভক্তরা। কেউ লিখেছেন— ‘তুমি মজা করছো, কিন্তু নিকের মুখটা দেখেছো?’ আবার কেউ বলছেন— ‘এই ছবি দেখে রাতভর দুঃস্বপ্ন দেখব!’








