রণবীর কাপুর গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন

বলিউড তারকা রামায়ণে রামের চরিত্রে হাজির হচ্ছেন রণবীর কাপুর। শোনা গেছে, চরিত্রের সঙ্গে মিশে যেতে কঠোর সাধনায় রত হয়েছিলেন তিনি। ছেড়েছিলেন মদ্যপান। খাননি মাংস। অথচ তার প্রিয় খাবার গোমাংস। এক সাক্ষাৎকারে রণবীর কাপুর নিজেই বলেছিলেন ।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, একসময় নিজের মুখে গোমাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন এই অভীনেতা।
২০১১ সালের এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং গোমাংসের ভক্ত আমি। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালবাসি। এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: এবার দীপিকার পাশে কোয়েল মল্লিক
বিজ্ঞাপন
অন্যদিকে গোমাংসের প্রতি ভালোবাসার কারণে রণবীরকে রামের চরিত্রে মানতে নারাজ নিন্দুকেরা। এমন পরিস্থিতিতে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা।
তিনি বলেন, অতীত থেকে বিষয় টেনে এনে মানুষ প্রশ্ন তুলছে, রণবীর কপূর কী ভাবে রাম হতে পারেন?
এক ধর্মগুরু বলেন,রণবীরকে সমর্থন জানিয়ে অতীতে তিনি কিছু করেছিলেন বলে এই ভাবে বিচার করা মোটেই ঠিক নয়। বাস্তবেও ওকে রামের মতো হতে হবে, এমন প্রত্যাশা আপনারা করতে পারেন না। হতেই পারে, পরের ছবিতে তিনি রাবণ হলেন।








