Logo

সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৩:১০
4Shares
সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় স্ত্রী সামীরা হকের মা লতিফা হক লিও ওরফে লুসির (৭১) দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন।

এর আগে একই মামলায় সামীরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে এখন পর্যন্ত মামলার তিন আসামির বিদেশযাত্রায় বাধা আরোপ করা হলো।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা হয়। পরে সালমানের মামা মোহাম্মদ আলমগীরের আবেদনে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

বিজ্ঞাপন

এরপর ২১ অক্টোবর রমনা থানায় আলমগীর নতুন করে মামলা দায়ের করেন। মামলায় সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়, যাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন-শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামীরার মা লতিফা হক লুসি, আশরাফুল হক ডন, ডেবিড, জাভেদ, ফারুক, রুবি (মে-ফেয়ার বিউটি সেন্টার), আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, ঘটনার দিন সালমান শাহের পরিবারের সদস্যরা নিউ ইস্কাটনের বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় দড়ির দাগ ও শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও উল্লেখ করা হয়।

সালমানের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী মৃত্যুর আগে থেকেই ছেলের মৃত্যু হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছিলেন। এখন মামলাটি পরিচালনা করছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD