Logo

প্রিন্স-এ ইধিকার অত্যাধিক পারিশ্রমিকের গুঞ্জন, যা বলল প্রযোজনা প্রতিষ্ঠান

profile picture
বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৫, ২০:২৪
29Shares
প্রিন্স-এ ইধিকার অত্যাধিক পারিশ্রমিকের গুঞ্জন, যা বলল প্রযোজনা প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ এখনো শুটিং ফ্লোরে না গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি খবর ছড়ায়, ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল এই সিনেমায় অভিনয়ের জন্য ৩০ লাখ টাকার বেশি পারিশ্রমিক চেয়েছেন। তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, শাকিব খান ছাড়া ‘প্রিন্স’ সিনেমার অন্য কোনো শিল্পীর নাম আমরা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি। মৌখিকভাবে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, তবে কারও সঙ্গে লিখিত চুক্তি হয়নি। কিন্তু কিছু চূড়ান্ত হওয়ার আগেই শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাদের জন্য বিব্রতকর।

ঘোষণায় আরও বলা হয়, ‘শিল্পী ও সিনেমা সম্পর্কিত আমরা সবকিছু অফিশিয়ালি জানাব। শুরু থেকে প্রিন্স সিনেমা নিয়ে সংবাদকর্মী ও দর্শকদের আগ্রহ সমর্থন আমাদের মুগ্ধ করেছে। আমরা আপনাদের প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

শিরিন সুলতানার প্রযোজনায় ‘প্রিন্স’ সিনেমায় থাকছেন তিন নায়িকা, দুইজন পরিচিত মুখ এবং একজন নতুন শিল্পী। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD