আজান শুনেই গান থামিয়ে দিলেন সনু নিগম

এক সময় আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে তিনি প্রশংসা কুড়াচ্ছেন। সম্প্রতি আজান শোনা মাত্রই মঞ্চে গান থামিয়ে দেন এই গায়ক। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এলাকায় এক অনুষ্ঠানে পারফর্ম করছিলেন সনু নিগম। মঞ্চে গানের মাঝেই তিনি শ্রোতাদের উদ্দেশে বলেন, “আমাকে দুই মিনিট সময় দিন, এখুনি আজান শুরু হবে।”
এরপর তিনি নিজে থেকেই গান বন্ধ করে দুই মিনিট অপেক্ষা করেন। আজান শেষ হলে আবার গান শুরু করেন সনু।
তার এই আচরণে উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়েন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দেন গায়ককে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৭ সালে সনু নিগম মুম্বাইয়ের বাসার কাছে ভোরে আজানের শব্দ নিয়ে আপত্তি জানিয়ে টুইট করেছিলেন, যা তাকে বড় বিতর্কে জড়িয়ে ফেলে। এবার তার এই শ্রদ্ধাশীল আচরণ সেই বিতর্কের সম্পূর্ণ উল্টো এক চিত্র তুলে ধরেছে।








