Logo

নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা মিত্র

profile picture
বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৫, ১২:৫৪
229Shares
নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা মিত্র
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রীলেখা মিত্র নিজ ফ্ল্যাটের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। কালীপূজার আগের দিন আবাসিক এলাকায় অবৈধ বাজি বিক্রি বন্ধ করার পর অভিনেত্রীর সঙ্গে তার আবাসনের ফেসিলিটি ম্যানেজারের সমস্যা শুরু হয়। শ্রীলেখা নিজেই ভিডিও বার্তায় এসব অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

শ্রীলেখা জানিয়েছেন, ঝামেলার সূত্রপাত রবিবার (১৯ অক্টোবর) থেকে। বহুতল আবাসনের নির্দিষ্ট একটি জায়গায় বাজি বিক্রি দেখার পর তিনি প্রতিবাদ জানিয়ে পুলিশকেও খবর দেন। পুলিশ অভিযান চালানোর পর থেকে তার নিরাপত্তা ও সুবিধা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ। শ্রীলেখা বলেন, আমার ফ্ল্যাটের জন্য ধার্য খরচ দেওয়ার পরও কোনো নিরাপত্তা বা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, নিয়মিত আবর্জনা নেওয়া সত্ত্বেও বেশ কিছু দিন ধরে তার ফ্ল্যাটের আবর্জনা সংগ্রহ বন্ধ করে দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলেখা ফ্ল্যাটের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেন, যা নিয়েও ফেসিলিটি ম্যানেজার বাধা দিয়েছেন।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় তিনি বলেন, যেসব লোক সিসিটিভি লাগিয়েছেন, তাদেরও হুমকি দিয়েছে। আমার নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করার হুমকি দিচ্ছেন।

শ্রীলেখা মনে করিয়ে দেন, আমি অন্যায় দেখেও চোখ বন্ধ করিনি, তাই আজ এই সমস্যার মুখোমুখি। একজন মহিলা একা থাকলে হেনস্থা সহজ—তাই আমি সতর্ক।

বিজ্ঞাপন

শ্রীলেখা মিত্র জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই পুলিশ ও করপোরেশনে বিষয়টি জানিয়েছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

তিনি বলেন, আমি শিল্পী মানুষ, অশান্তি চাই না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে নিজের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া উপায় নেই।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD