সালমান শাহর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

ঢাকাই সিনেমার একসময়কার সবচেয়ে জনপ্রিয় পর্দার জুটি সালমান শাহ ও শাবনূর। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’— এমন অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে এখনো দর্শকের মনে রয়ে গেছেন তারা। একসঙ্গে ১৪টি সিনেমায় কাজ করা এই জুটির জনপ্রিয়তা তিন দশক পরও অমলিন।
বিজ্ঞাপন
ক্যারিয়ারের শুরুতে সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের গুঞ্জন চাউর হয়। তারপর সময়ের তাগিদে জল বহুদূর গড়িয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে এক গণমাধ্যমে সালমান শাহর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শাবনূর।
বিজ্ঞাপন
তিনি বলেন, সালমান আর আমাকে নিয়ে অনেক গল্প তৈরি করা হয়েছে। কিন্তু সত্যি বলতে— এসবের কিছুই সত্য নয়। সালমানের কোনো বোন ছিল না, তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন। আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। তার মা-বাবাও আমাকে মেয়ের মতো ভালোবাসতেন।
সালমানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল শাবনূরের। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমিও সালমানকে ভাইয়ের মতোই দেখতাম। তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সালমান নাচে একটু দুর্বল ছিল। প্রায়ই বলতেন, আমাকে একটু নাচ দেখিয়ে দে তো। আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম।
সালমানের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল—এমন গুঞ্জন বহু পুরোনো। এ বিষয়ে শাবনূর বলেন, সালমানকে আমি ভাই ছাড়া অন্য কোনো চোখে দেখিনি। কিছু মানুষ আমাদের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প বানিয়েছে। কেউ কেউ সেটা দিয়ে ব্যবসাও করেছে। এতে আমার কষ্ট হয়েছে। কারণ আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে গড়েছি।
বিজ্ঞাপন
সালমানের স্ত্রী সামিরার সঙ্গেও শাবনূরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে দাবি এই অভিনেত্রীর। তার ভাষায়, সামিরা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। শুটিংয়ে প্রায় সব সময়ই সে থাকত। আমাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয়নি। সামিরা নিজে আমার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে, পোশাক মিলিয়ে দিয়েছে, কানের দুল বেছে দিয়েছে, সত্যি আমরা খুব ভালো সময় কাটিয়েছি।
সালমানের মৃত্যুসংবাদ পাওয়ার স্মৃতিচারণ করে শাবনূর বলেন, হঠাৎ কেউ একজন জানাল, সালমান মারা গেছে। আমি বিশ্বাসই করতে পারিনি। ভেবেছিলাম কেউ মজা করছে। পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। এরপর এফডিসিতে গিয়ে ওকে শেষবার দেখি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালমৃত্যু হয় ঢাকাই সিনেমার এই কিংবদন্তি নায়কের। প্রথমে আত্মহত্যা বলা হলেও, প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে এটি হত্যা মামলা হিসেবে পুনরায় গ্রহণ করেছে পুলিশ। ওই মামলার প্রধান আসামি সালমানের স্ত্রী সামিরা হক।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা মিত্র
প্রয়াত অভিনেতা ও পরিচালক জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ ও শাবনূর প্রথম জুটি বাঁধেন। শাবনূরের সঙ্গে সালমান শাহ মোট ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে একাই রাজত্ব করে গেছেন সালমান শাহ। এই চার বছরে উপহার দিয়েছেন ব্যবসাসফল ২৭টি সিনেমা।
সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো—‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’ (১৯৯৪), ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’ (১৯৯৫), ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’ (১৯৯৬), ‘প্রেমপিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’ (১৯৯৭)।
বিজ্ঞাপন









