মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন রনিত রায়

জনপ্রিয় ভারতীয় অভিনেতা রণিত রায়, যাকে দর্শকরা এখনও ‘কেডি পাঠক’ চরিত্রের জন্য মনে রাখেন, সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি ব্যক্তিগত যত্ন ও মানসিক সুস্থতার জন্য কিছুদিন ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকবেন।
বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে রনিত লিখেছেন, “আমি জানি আপনারা সকলেই আমাকে খুব ভালোবাসেন। আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি তা এককথায় অবর্ণনীয়। আপনাদের ভালোবাসা ও সম্মান আমি আজীবন মনে রাখব।”
তিনি আরও বলেন, “আমি জীবনের এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে নিজের এবং পরিবারের কথা ভাবতে চাই। নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যই আমি এই পথ অনুসরণ করতে শুরু করেছি। তবে এটি সাময়িক। সোশ্যাল মিডিয়ায় ফেরার সঠিক সময় আমি এখনও বলতে পারছি না। এত ভালোবাসা পাওয়ার পর থেকে দূরে থাকা সত্যিই কঠিন, কিন্তু জীবনের সঠিক রাস্তায় হাঁটতে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।”
বিজ্ঞাপন
রণিত রায়ের জনপ্রিয়তা মূলত তার অভিনীত ‘কেডি পাঠক’ চরিত্রের মাধ্যমে। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ ‘আদালত’-এ এই চরিত্রের মাধ্যমে তার যুক্তিনির্ভর প্রশ্ন, আদালতে দৃঢ় উপস্থিতি এবং শান্ত স্বভাব দর্শকদের মন জয় করেছে। এই সিরিজ শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয়তা অর্জন করেছে।
রণিতের এই সোশ্যাল মিডিয়া বিরতির ঘোষণার পর কিছু ভক্ত হতাশা প্রকাশ করলেও, বেশিরভাগেই তার মানসিক সুস্থতার গুরুত্ব বোঝেছেন এবং তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন।








