Logo

দেবের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য! বিশ্বাসই করতে পারেননি জ্যোতির্ময়ী

profile picture
বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ১১:১৯
11Shares
দেবের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য! বিশ্বাসই করতে পারেননি জ্যোতির্ময়ী
ছবি: সংগৃহীত

প্রথমবার বড়পর্দায় পা রেখেই ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের বিপরীতে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়—এমনটা কখনো ভাবেনওনি জ্যোতির্ময়ী কুণ্ডু।

বিজ্ঞাপন

ছোটপর্দার পরিচিত এই অভিনেত্রীকে দেখা যাবে আসন্ন ছবি ‘প্রজাপতি ২’-এ দেবের নায়িকা হিসেবে। প্রথম ছবিতেই এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাস লুকোতে পারেননি তিনি।

জ্যোতির্ময়ী জানান, প্রথমে শুনে তিনি অবিশ্বাসে হতবাক হয়ে যান। দেবের মতো নায়কের বিপরীতে অভিনয়ের কথা ভাবতেই ভয়ও পেয়েছিলেন। তবে শুটিং শুরু হতেই পরিচালক অভিজিৎ সেনের নির্দেশনায় সবকিছু সহজ হয়ে যায়।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে হাসতে হাসতে জ্যোতির্ময়ী বলেন, ‘পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোম্যান্স করতে আমার আপত্তি নেই! তবে বাস্তবে নয়, বাস্তবে দেবদাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি।’

প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ‘রঘু ডাকাত’ ছবির লুকের দাড়ি-গোঁফওয়ালা দেবকে দেখে প্রথমে ভয় পেয়েছিলেন। পরে ‘প্রজাপতি ২’-এর জন্য দেব যখন নতুন লুকে হাজির হন, তখন ‘পাগলু’-র দেবকে ফিরে পাওয়ার স্বস্তি অনুভব করেন তিনি।

বিজ্ঞাপন

ছবিটির বড় অংশের শুটিং হয়েছে লন্ডনে। প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করাও জ্যোতির্ময়ীর জন্য অন্যরকম অভিজ্ঞতা।

টেলিভিশনের ‘বঁধুয়া’ ধারাবাহিকে ‘পেখম’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া জ্যোতির্ময়ী জানান, ছোটপর্দার শিল্পীদের বড়পর্দায় সুযোগ দেওয়া ইতিবাচক উদ্যোগ। তার মতে, অভিনয় দক্ষতা মূল—মাধ্যম নয়।

ব্যক্তিজীবন নিয়ে প্রশ্নের জবাবে হাসিমুখে জ্যোতির্ময়ী বলেন, ‘বিয়ে বা সম্পর্কে জড়াতে এখনই চাই না। আরও ১০–১২ বছর সময় লাগবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD