Logo

ব্যবসায়িক স্বার্থের কারণে ফাতিমাকে জেতানো হয়েছে, দাবি ওমর হারফৌচের

profile picture
বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ১৩:০৩
3Shares
ব্যবসায়িক স্বার্থের কারণে ফাতিমাকে জেতানো হয়েছে, দাবি ওমর হারফৌচের
ছবি: সংগৃহীত

গত ২১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত আসর। এবারে বিশ্বের সুন্দরী মুকুট জিতেছেন মেক্সিকোর ফাতিমা বশ।

বিজ্ঞাপন

কিন্তু তার বিজয় শিরোনামে এল বিতর্ক। লেবানিজ-ফরাসি সুরকার এবং প্রতিযোগিতার প্রাক্তন বিচারক ওমর হারফৌচ ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত করেছেন। তার দাবি, ব্যবসায়িক স্বার্থের কারণে আগে থেকেই ফাতিমার জয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফাইনালের দুয়েক দিন আগে বিচারকের প্যানেল থেকে সরে আসেন ওমর হারফৌচ। তিনি অভিযোগ করেন, প্রতিযোগিতায় কিছু প্রতিযোগীর সঙ্গে বিচারকদের ব্যক্তিগত সম্পর্কের কারণে স্বজনপ্রীতি হয়েছে।

বিজ্ঞাপন

ওমর সামাজিক মাধ্যমে বলেন, ফাইনালের ২৪ ঘণ্টা আগে তিনি আমেরিকান গণমাধ্যম এইচবিও-কে জানিয়েছিলেন, মিস মেক্সিকোই জিতবেন। পাশাপাশি তিনি বলেন, “মিস মেক্সিকো একজন ভুয়া বিজয়ী। মিস ইউনিভার্সের মালিক রাউল রোচার সঙ্গে ফাতিমা বশের বাবার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “এক সপ্তাহ আগে দুবাইতে রাউল রোচা এবং তার ছেলে আমাকে ফাতিমাকে ভোট দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। তারা বলেছিলেন, ফাতিমার জেতাটা তাদের ব্যবসার জন্য ভালো হবে।”

বিজ্ঞাপন

অন্যদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচা এই দাবিগুলো পুরোপুরি অস্বীকার করেছেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ওমর হারফৌচ পদত্যাগ করেননি, বরং তাকে বিচারক প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং ভবিষ্যতে এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD