Logo

কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রেম, নীরবতা ভাঙলেন প্রাক্তন স্ত্রী

profile picture
বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ১৫:০৯
12Shares
কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রেম, নীরবতা ভাঙলেন প্রাক্তন স্ত্রী
ছবি: সংগৃহীত

মার্কিন পপ গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-র সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে তুমুল আলোচনা চলছে। প্রকাশ্যে একসঙ্গে ঘোরাঘুরি করা, কফি শপে দেখা, এমনকি অন্তরঙ্গ মুহূর্তে উপস্থিত থাকার ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় গুঞ্জন আরও তীব্র হয়েছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন ট্রুডোর প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, বিষয়টি অবশ্যই প্রভাব ফেলতে পারে, কিন্তু তিনি এ নিয়ে অতিরিক্ত মাথা ঘামাতে চান না। বরং বিতর্ককে সরিয়ে সেটা এক সুন্দর কিছু হিসেবে রাখতে চান।

সোফি বলেন, “আমরা সকলেই জানি, মানুষ হিসেবে এসব আমাদের প্রভাবিত করবে। কিন্তু আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আমি শব্দের বদলে সুর শোনার চেষ্টা করি।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জনসমক্ষে ছড়িয়ে থাকা বিষয়গুলো মানসিক উদ্বেগের কারণ হতে পারে, তবে এসব নিয়ে নিজেকে হতাশ, ক্ষুব্ধ বা দুঃখী হওয়ার স্বাধীনতা দেওয়া প্রয়োজন। মানসিক স্বাস্থ্যের জন্য এসব অনুভূতি প্রকাশ করা জরুরি।

পডকাস্টে উপস্থাপক যদি ভুলবশত তাকে ‘সিংগেল মম’ বলেন, সোফি সঙ্গে সঙ্গেই তা সংশোধন করে দেন। তিনি জানান, “আমি মোটেও সিংগেল মম নই। আমার সন্তানদের প্রতি গভীর ভালোবাসা এবং দায়বদ্ধতা আছে। জাস্টিন ট্রুডোর সঙ্গে আমার একটি অংশীদারিত্ব রয়েছে।”

বিজ্ঞাপন

ট্রুডো এবং কেটি পেরিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় গত জুলাই মাসে মন্ট্রিয়েলের একটি ডিনার ডেটে। এরপর ট্রুডো কানাডায় কেটি পেরির ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে, কেটি পেরি এই বছরের জুন মাসে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টানেন, যাদের ছয় বছর ধরে বাগদত্ত অবস্থায় ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD