Logo

প্রয়াত বাবার স্মরণে আবেগঘন চঞ্চল চৌধুরী

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮
5Shares
প্রয়াত বাবার স্মরণে আবেগঘন চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরীর আজ (২৭ ডিসেম্বর) চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো। এই মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে বাবাকে স্মরণ করেছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

ফেসবুকে বাবার একটি ছবি শেয়ার করে চঞ্চল লিখেছেন, ‘বাবা... তিন বছর হয়ে গেলো... তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো অনন্তলোকে। তোমাকে দেখতে ইচ্ছে করে খুব!!! ছুঁতে ইচ্ছে করে....কিন্তু পারিনা, আর পারবোও না কোনদিন!! ভালো থেকো বাবা।’

২০২২ সালের মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাধা গোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন এবং শেষ মুহূর্তে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তার অবস্থার ব্যাপক অবনতি ঘটে।

বিজ্ঞাপন

চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং নিজ এলাকা পাবনার সুজানগরে ‘দুলাল মাস্টার’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন ছেলের সফলতার সবচেয়ে বড় অনুরাগী। ছেলের সাফল্যে তিনি এতটাই গর্বিত ছিলেন যে, চঞ্চল চৌধুরীকে নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর তিনি সযত্নে ঘরের দেয়ালে লাগিয়ে রাখতেন।

মৃত্যুর পরদিন পাবনার সুজানগর উপজেলার কামারহাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার মৃত্যুবার্ষিকীতে চঞ্চল চৌধুরীর এই পোস্ট ভক্ত ও অনুরাগীদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি করেছে; অনেকেই তার বাবার আত্মার শান্তি কামনা করে মন্তব্য করেছেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD