Logo

আমি সবকিছু স্তব্ধ হয়ে দেখেছি: শুভশ্রী গাঙ্গুলি

profile picture
বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৪
7Shares
আমি সবকিছু স্তব্ধ হয়ে দেখেছি: শুভশ্রী গাঙ্গুলি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর মতো প্রতিষ্ঠানে হামলার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিস্ময় ও স্তব্ধতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় শুভশ্রী বলেন, ‘এসব ঘটনায় এতটাই বিস্মিত যে, কী বলব সেটাই যেন বুঝে উঠতে পারছি না। কারণ, এ ধরনের ঘটনাও যে ঘটতে পারে, সেটাই আমার ভাবনার বাইরে। আমি সবকিছু স্তব্ধ হয়ে দেখেছি। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় বলে বোঝানোর মতো নয়।’

যুদ্ধ নয়, চাই ভালোবাসা রক্তক্ষয়ী সংঘাত ও হিংসার বিপরীতে দাঁড়িয়ে শুভশ্রী স্মরণ করেছেন শ্রীচৈতন্যদেবের অহিংসার বাণী। তিনি বলেন, ‘যুদ্ধ নয়, হিংসা নয়; ভালোবেসে, মানবিকতাকে হাতিয়ার বানিয়ে অন্ধকার সময় পেরিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে তিনি আরও বলেন, ‘চৈতন্যদেবের ৫০০ বছর আগের বাণী এত বছর পরও সমসাময়িক। যদিও মন থেকে চাই, আগামীর পৃথিবী থেকে যেন যুদ্ধ-হিংসা শব্দগুলো মুছে যায়। মানুষ মানুষকে ভালবাসবে—এই ইতিবাচক ভাবনা সকলের মনে ছড়িয়ে পড়ুক।’

বছর শেষে নতুন সিনেমা মেসি-বিতর্ক কাটিয়ে বছর শেষে শুভশ্রী দর্শকদের সামনে আসছেন নতুন সিনেমা নিয়ে। বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত তার নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। কাকতালীয়ভাবে সিনেমার বিষয়বস্তু এবং অভিনেত্রীর বর্তমান বার্তা—উভয়ই শান্তির পক্ষে। এতে শুভশ্রীর সহশিল্পী হিসেবে রয়েছেন যীশু সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত ও ইশা সাহা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD