Logo

‘পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:০২
3Shares
‘পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল’
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ছোট পর্দায় একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকদের মন। কেয়া পায়েলের সাম্প্রতিক একটি নাটকের ‘মেহরিন’ চরিত্রটি যেন দর্শকদের মনে একটু বেশিই জায়গা করে নিয়েছে। মেহরিন হিসেবে তার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধ করেছে যে, দর্শকরা তাকে এখন অন্য কোনো চরিত্রে দেখতেই নারাজ।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেয়া পায়েল নিজের কাজের অভিজ্ঞতা ও দর্শকদের অভূতপূর্ব সাড়া নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, নাটকটির পরিচালক তাকে মেসেজ করে দর্শকদের এই বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন।

পায়েলে কথায়, ‘পরিচালক আমাকে জানিয়েছেন, দর্শক মেহরিন হিসেবে আমাকে এত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে, তারা এই মুহূর্তে অন্য কোনো চরিত্রে আমাকে দেখতেই চাচ্ছেন না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।’

বিজ্ঞাপন

বহুদিন ধরেই নাটকের আঙিনায় নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। তবে তার মতে, এই কাজটি তার আগের অনেক সাফল্যকেই ছাড়িয়ে গেছে। এর নেপথ্য কারণ হিসেবে নাটকটির শক্তিশালী পারিবারিক আবহকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

তিনি মনে করেন, ড্রয়িংরুমে বসে পুরো পরিবারের সাথে দেখার মতো গল্পের চাহিদা সব সময়ই থাকে। এই নাটকের টিমে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া, যাকে নিয়ে কেয়া পায়েল বেশ উচ্ছ্বসিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মেহরিন নামটা সত্যিই খুব সুন্দর। এই নামে কেউ ডাকলে আমার বেশ ভালো লাগে। কিন্তু দিনশেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল। এভাবেই নিজেকে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর। তবে কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করার চেয়ে তার ব্যবহার ও আচরণ দিয়ে চেনাটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD