Logo

বড়দিনে শান্তি আসুক দেশে: জয়া আহসান

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২১:৩৪
4Shares
বড়দিনে শান্তি আসুক দেশে: জয়া আহসান
ছবি: সংগৃহীত

ঝলমলে আলো, প্রার্থনা আর আনন্দের উষ্ণতায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বড়দিনের বার্তা। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের রঙ লেগেছে বাংলাদেশেও—উৎসব, ভালোবাসা আর সহমর্মিতার আবেশে মুখর হয়ে উঠেছে চারপাশ। সেই আনন্দের ঢেউ ছুঁয়ে গেছে দেশের বিনোদন অঙ্গনেও।

বিজ্ঞাপন

সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও মেতেছেন উৎসবের আমেজে। ঠিক এমনই এক আনন্দঘন মুহূর্তে ভক্তদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা ও অনুভূতি ভাগ করে নিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের সামাজিক মাধ্যমে বড়দিন উপলক্ষে বেশ কিছু ছবি প্রকাশ করেন। প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, বড়দিনের আমেজে ঘরোয়া পরিবেশে পোজ দিয়েছেন তিনি। পরনে একটি হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। সঙ্গে কাছে রেখেছেন টেডি বিয়ার। আরও দেখা যায়, ঘরের কোণে বড়দিনের বিশেষ সাজসজ্জা; যেমন সান্তা ক্লজ ও গাছ।

বিজ্ঞাপন

ছবিগুলো কোথা থেকে প্রকাশ করা হয়েছে, তা অবশ্য জানাননি জয়া আহসান। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে মেলে ধরেছেন। সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন জয়া আহসান। লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’।

সব মিলিয়ে বলা যায় এই পোস্টের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছাকে ছাড়িয়ে মানবিক বার্তা ও শান্তি প্রত্যাশার কথা তুলে ধরেছেন জয়া আহসান। এছাড়া উৎসবের আনন্দের পাশাপাশি তার স্নিগ্ধ উপস্থিতি ও সংযত অনুভব ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

অস্থির সময়ের প্রেক্ষাপটে এমন একটি শান্ত, নীরব প্রার্থনা যেন অনেকেরই মনে ছুঁয়ে গেছে—যেখানে বড়দিনের আলো শুধু উৎসব নয়, হয়ে উঠেছে আশা ও সহমর্মিতার প্রতীক।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD