Logo

‘কল অব ডিউটি’ স্রষ্টা ভিন্স জাম্পেলা আর নেই

profile picture
বিনোদন ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৫
2Shares
‘কল অব ডিউটি’ স্রষ্টা ভিন্স জাম্পেলা আর নেই
ছবি: সংগৃহীত

গেমিং জগতের আইকন ভিন্স জাম্পেলা আর নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ভিন্সের ব্যবহৃত ফেরারি হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা দেয় এবং মুহূর্তে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভিন্সসহ আরও একজনের।

ভিন্স জাম্পেলা ‘কল অব ডিউটি’ গেম সিরিজের অন্যতম স্রষ্টা। ২০০৩ সালে জেসন ওয়েস্ট এবং গ্রান্ট কলিয়ার সঙ্গে মিলিত হয়ে তিনি এই গেম তৈরি করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গেম এখন পর্যন্ত ৫০ কোটির বেশি কপি বিক্রি করেছে।

বিজ্ঞাপন

এর পাশাপাশি, তিনি ‘মেডেল অব অনার’, ‘টাইটানফল’ এবং ‘অ্যাপেক্স লিজেন্ডস’ মতো জনপ্রিয় গেমগুলোর প্রধান কারিগর ছিলেন। গেমিং ও বিনোদন জগতে তার মৃত্যুর খবর গভীর শোকের ছায়া ফেলেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD