Logo

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১১৪৩, মৃত্যু ৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ২০:৫০
7Shares
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১১৪৩, মৃত্যু ৪
ছবি: সংগৃহীত

দেশে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে নতুন করে ১১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রামে ১২১, ঢাকা বিভাগের বাইরে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪, খুলনায় ৬৫, ময়মনসিংহে ৫৬, রাজশাহী ৫৬, রংপুর ৫০ এবং সিলেটে ৮ জন রয়েছেন।

বিজ্ঞাপন

একই সময়ে, ১ হাজার ৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশে মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৫ সালের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

বিজ্ঞাপন

ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক থাকার পাশাপাশি সময়মতো চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১১৪৩, মৃত্যু ৪