ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১১৪৩, মৃত্যু ৪

দেশে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে নতুন করে ১১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রামে ১২১, ঢাকা বিভাগের বাইরে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪, খুলনায় ৬৫, ময়মনসিংহে ৫৬, রাজশাহী ৫৬, রংপুর ৫০ এবং সিলেটে ৮ জন রয়েছেন।
বিজ্ঞাপন
একই সময়ে, ১ হাজার ৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশে মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৫ সালের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আড়াইশ ছাড়াল
বিজ্ঞাপন
ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক থাকার পাশাপাশি সময়মতো চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন।








