Logo

হিনারি ব্যবহার করে জার্নাল অনুসন্ধানে বিএমইউতে প্রশিক্ষণ কর্মশালা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৩:০৩
হিনারি ব্যবহার করে জার্নাল অনুসন্ধানে বিএমইউতে প্রশিক্ষণ কর্মশালা
ছবি: প্রতিনিধি

ব্যবহার করে আন্তর্জাতিক জার্নাল ও প্রবন্ধ অনুসন্ধান বিষয়ে একটি হাতে–কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফেজ–বি পর্যায়ের প্রায় ৭০০ রেসিডেন্ট ছাত্রছাত্রী ও চিকিৎসক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

`হ্যান্ডস-অন ট্রেনিং অন ইউজিং হিনারি ফর জার্নাল, আর্টিক্যাল সার্চিং ফর প্রটোকল, থিসিস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট রাইটিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, দেশের মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাকে সামনে রেখে গবেষণা পরিচালনা করতে হবে। তিনি বলেন, গবেষণার লক্ষ্য হওয়া উচিত রোগ প্রতিরোধ, নিরাময় এবং রোগীদের কল্যাণে কার্যকর অবদান রাখা। পাশাপাশি গবেষণার মাধ্যমে সমস্যার প্রকৃত চিত্র, কারণ ও সম্ভাব্য সমাধান চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ের হতে হবে এবং সেগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশের উদ্যোগ নিতে হবে। বিভিন্ন গবেষণার ফলাফল অনুবাদ ও বিশ্লেষণের মাধ্যমে অর্জিত জ্ঞান রোগীদের কল্যাণে ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রয়োগ করার ওপরও তিনি গুরুত্ব দেন। নিজেকে আন্তর্জাতিক মানের চিকিৎসক, শিক্ষক ও গবেষক হিসেবে গড়ে তুলতে বিএমইউ প্রশাসন সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, বর্তমান ডিজিটাল যুগে উন্নতমানের থিসিস ও গবেষণাপত্র লেখার জন্য হাতে–কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি রেসিডেন্টদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আজকের রেসিডেন্টরাই ভবিষ্যতে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সম্মানিত গ্রন্থাগারিক ও অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার ইরতেকা রহমান, অতিরিক্ত গ্রন্থাগারিক সুফিয়া বেগম, উপ-গ্রন্থাগারিক ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ নাহিদুজ্জামান সাজ্জাদসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD