কক্সবাজারে জাল পেচানো জেলের মরদেহ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৯ পিএম, ৬ই জুন ২০২৪


কক্সবাজারে জাল পেচানো জেলের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারে টেকনাফের সাগর উপকূল থেকে জালে পেচানো এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পরিবারের কোন আপত্তি বা অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।


আরও পড়ুন: সৈকতে ভেসে এলো বিষধর সামুদ্রিক সাপ


নিহত জেলে আবুল কালাম (৫০) টেকনাফের সাবরাং ইউনিয়নের কুয়ানছরি পাড়ার মার্কিন মিয়ার ছেলে।


ওসি জানিয়েছেন, বুধবার (৫ জুন) রাতে বঙ্গোপসাগরের মেরিন ড্রাইভের খুরেরমুখ মোহনায় ছোট্ট (জাকি) জাল নিয়ে মাছ ধরতে নামেন এই জেলে। বাড়িতে ফিরে না আসলে স্বজনরা সাগর উপকুলে জাল পেচানো মরদেহ দেখে পুলিশকে খবর দেন।


আরও পড়ুন: কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


পুলিশ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করেন। সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের আঘাতে পড়ে জাল পেচিয়ে এই জেলের মৃত্যু হওয়ায় স্বজনরা কোন আপত্তি ও অভিযোগ নাই। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এমএল/