কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫০ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি  কাঁকড়া জব্দ
ছবি: প্রতিনিধি

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন।


গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


আরও পড়ুনবনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট


অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে শিকার করা প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। 


গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা ইনজিন চলতি বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


পরবর্তীতে জব্দকৃত কাঁকড়াগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।


তিনি আরও বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এসএ/