বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:০৫ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের
ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে তীব্র অস্থিরতা চলছেই। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেও শান্তি ফেরেনি। 


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে এবং ভাঙচুর চালায়।


আরও পড়ুন: নেপালে বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী


এই পরিস্থিতিতে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল সাধারণ জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ গৃহীত হয়েছে। আমরা সবাইকে শান্ত থাকার এবং প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়ানোর জন্য অনুরোধ করছি। সকল পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে।”


আরও পড়ুন: নেপালে বিক্ষোভে উত্তেজনা: সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ওলি


পদত্যাগের পর কেপি শর্মা দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, চিকিৎসার অজুহাত দেখিয়ে তিনি দুবাই যাচ্ছেন এবং তার জন্য হিমালয়া এয়ারলাইন্স একটি বিমান প্রস্তুত করেছে। ভারতের ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাপ্রধানই তাকে ক্ষমতা ছাড়তে বলেছেন।


সূত্র: কাঠমান্ডু পোস্ট