নেপালের প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৩৩ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

তীব্র বিক্ষোভ ও সহিংসতার মুখে নেপালের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এসেছে। দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের সরকারি বাসভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এসময় বিভিন্ন সামগ্রী লুটপাট করা হয়। একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাড়িতেও হামলা চালানো হয়।
আরও পড়ুন: হাসিনার মতো পালালেন নেপালের প্রধানমন্ত্রী, যা লিখেছেন পদত্যাগ পত্রে
রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা সংসদ ভবন, গণমাধ্যম প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ২২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
এরই মধ্যে সীমান্তবর্তী বিরগঞ্জ শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও দেশজুড়ে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন-জেড আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।
আরও পড়ুন: জেন-জির ২৪ ঘণ্টার আন্দোলনে নেপালে সরকারের পতন
তারা এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের লক্ষ্য জনসম্পদ নষ্ট করা নয়, বরং একটি নাগরিক সরকার গঠন এবং নতুন নির্বাচনের মাধ্যমে স্থায়ী সমাধান বের করা।”
প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করা কেপি শর্মা ওলি ব্যক্তিগত বিমানে করে দুবাই যেতে পারেন বলে জানা গেছে। এর আগে তিনি উপপ্রধানমন্ত্রীকে দায়িত্বভার অর্পণ করেছেন।
আরও পড়ুন: বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর একসঙ্গে পদত্যাগে নেপাল এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়েছে। আন্দোলনকারীরা এখন একটি সর্বজনগ্রাহ্য নেতৃত্বে নতুন সরকার গঠনের দাবি তুলেছেন।
এএস