হাসিনার মতো পালালেন নেপালের প্রধানমন্ত্রী, যা লিখেছেন পদত্যাগ পত্রে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৪৯ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


হাসিনার মতো পালালেন নেপালের প্রধানমন্ত্রী, যা লিখেছেন পদত্যাগ পত্রে
ছবি: সংগৃহীত

নেপালে টানা সহিংস বিক্ষোভের মধ্যে পদত্যাগ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি রাজধানী কাঠমান্ডু থেকে হেলিকপ্টারে চড়ে অজ্ঞাত স্থানে চলে যান। তার সহকারী প্রকাশ সিলওয়াল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


রাজধানীতে দুর্নীতিবিরোধী আন্দোলন চলাকালে দুই দিনে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন অলি। তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা গ্রহণ করা হয়েছে।


আরও পড়ুন: জেন-জির ২৪ ঘণ্টার আন্দোলনে নেপালে সরকারের পতন


পত্রে অলি উল্লেখ করেন, দেশের সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংবিধানের আলোকে রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন। সংবিধানের ৭৭(১)(ক) অনুচ্ছেদের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।




পদত্যাগের আগে অলি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনে কথা বলেন। জানা গেছে, তিনি নিরাপদে দেশ ছাড়তে সেনাবাহিনীর সহায়তা চান। গুঞ্জন রয়েছে, অলি দুবাই কিংবা ভারতে আশ্রয় নিতে পারেন। সেনা সূত্রের দাবি, অলি সরে দাঁড়ানোর পর সেনাবাহিনী দেশ নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি নিয়েছে।


আরও পড়ুন: বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের


প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ৮ সেপ্টেম্বর শান্তিপূর্ণ মিছিল শুরু হলেও তা দ্রুত সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদ এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পরবর্তীতে প্রশাসন কাঠমান্ডুতে কারফিউ জারি করে। আন্দোলনকারীরা এই গণবিক্ষোভকে নাম দিয়েছেন “জেন-জি রেভল্যুশন”।


এএস