Logo

ট্রাম্প-জিনপিংয়ের ফোনালাপে টিকটক চুক্তিতে অগ্রগতি, সিউলে বৈঠক

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৪০
67Shares
ট্রাম্প-জিনপিংয়ের ফোনালাপে টিকটক চুক্তিতে অগ্রগতি, সিউলে বৈঠক
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাম্প্রতিক ফোনালাপে টিকটক চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দুই শীর্ষ নেতা আগামী ছয় সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ার সিউলে এ সংক্রান্ত একটি বৈঠক করবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এটি ছিল তিন মাস পর দুই নেতার প্রথম ফোনালাপ। প্রায় দুই ঘণ্টার এই আলাপচারিতায় টিকটক ইস্যু ছাড়াও বাণিজ্য, ফেন্টানিল সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিং প্রাথমিকভাবে টিকটক চুক্তির অনুমোদন দিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি চুক্তির কথা এখনো উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

মার্কিন কংগ্রেস আগেই আইন পাস করেছে, আগামী জানুয়ারি পর্যন্ত টিকটকের মার্কিন সম্পদ বিক্রি না হলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে। ফলে ট্রাম্প-শি ফোনালাপকে সংকট সমাধানের বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

দুই নেতা আগামী অক্টোবরের শেষ সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠক করবেন। এছাড়া ট্রাম্প আগামী বছর চীন সফরের পরিকল্পনা করছেন এবং পরে জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, টিকটকের মার্কিন সম্পদ যুক্তরাষ্ট্রভিত্তিক মালিকদের কাছে হস্তান্তর করা হবে। যদিও অ্যালগরিদম ব্যবহারে এখনও বাইড্যান্সের ভূমিকা থাকবে। এ বিষয়টি নিয়েই সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন আইনপ্রণেতারা আশঙ্কা করছেন, এর মাধ্যমে চীন মার্কিন ব্যবহারকারীদের ওপর জোরালো নজরদারি চালাতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে বাইড্যান্স এক বিবৃতিতে ট্রাম্প ও শিকে ধন্যবাদ জানিয়ে বলেছে, তারা মার্কিন ব্যবহারকারীদের সেবা অব্যাহত রাখতে চায় এবং এ জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো মেনে চলবে।

টিকটক ইস্যু ছাড়াও ট্রাম্প ও শির আলোচনায় বাণিজ্য শুল্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ফেন্টানিল ইস্যু উঠে আসে। ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকেই চীনের রপ্তানিনির্ভর অর্থনীতির ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন। এতে উভয় দেশের শুল্কহার শতকরা তিন অঙ্ক ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

তবে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে দুই দেশের অবস্থান স্পষ্ট হয়নি। ওয়াশিংটন বরাবরের মতো চীনের সমালোচনা করলেও সাম্প্রতিক বিবৃতিতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD