Logo

চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কনটেন্ট তৈরির সুবিধা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫, ১৯:৪৪
11Shares
চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কনটেন্ট তৈরির সুবিধা
ছবি: সংগৃহীত

এখন থেকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি প্রাপ্তবয়স্কদের জন্য আরও উন্মুক্ত কনটেন্ট তৈরি করতে পারবে। কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, খুব দ্রুতই এক আপডেটের মাধ্যমে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা ‘ইরোটিকা’ ধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন।

বিজ্ঞাপন

অল্টম্যান মঙ্গলবার (১৪ অক্টোবর) এক্স–এ এক পোস্টে বলেন, “আমরা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করতে চাই।”

তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে বটকে “আরও মানুষের মতো করে” প্রতিক্রিয়া দিতে সক্ষম করতে পারবেন। এরপর ডিসেম্বরে আসবে এমন একটি ফিচার যা ব্যবহারকারীদের ইরোটিকা কনটেন্ট তৈরি করার অনুমতি দেবে।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের আগস্টে ওপেনএআই চ্যাটজিপিটির উত্তরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। কারণ ব্যবহারকারীদের একাংশ চ্যাটবটের সঙ্গে ক্ষতিকর মানসিক সম্পর্ক তৈরি করছে- এমন উদ্বেগ দেখা দিয়েছিল।

ওই সময় যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পর তার বাবা-মা ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি তাকে আত্মহত্যার পদ্ধতি জানায় এবং এমনকি তার ‘সুইসাইড নোট’ এর খসড়াও লিখে দেয়।

অল্টম্যান বলেন, “মানসিক স্বাস্থ্য ইস্যুতে সতর্ক থাকার জন্যই আমরা চ্যাটজিপিটিকে বেশ সীমিত রেখেছিলাম। আমরা জানি, এতে অনেক ব্যবহারকারীর অভিজ্ঞতা কমে গিয়েছিল। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করাই তখন মূল লক্ষ্য ছিল।”

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, “এখন আমাদের কাছে এমন প্রযুক্তি ও টুল আছে, যা মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত ঝুঁকি কমাতে সক্ষম। তাই আমরা নিরাপদভাবে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে দিতে পারব।”

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত কনটেন্ট তৈরির সুবিধা