Logo

সবার পছন্দের শীর্ষে ভিভো ভি৬০ লাইট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ১৬:৪৭
6Shares
সবার পছন্দের শীর্ষে ভিভো ভি৬০ লাইট
ছবি: সংগৃহীত

দেশের বাজারে প্রবেশের পর থেকেই ভিভো ভি৬০ লাইট দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রফেশনাল ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারির সমন্বয়ে ফোনটি ভ্রমণপ্রেমীদের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

প্রফেশনাল ট্রাভেল পোর্ট্রেট ক্যামেরা

ভিভো ভি৬০ লাইটের থার্ড জেনারেশন অরা লাইট ৩.০, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর এবং এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সমন্বয়ে যেকোনো আলোতে স্পষ্ট ছবি তুলতে সক্ষম। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ফ্রন্ট-ব্যাক ফোরকে ভিডিও সুবিধা কনটেন্ট তৈরিকে করেছে সহজ ও প্রাণবন্ত।

এআই ইমেজ স্টুডিওতে নতুন ফিচার

বিজ্ঞাপন

এআই ফর সিজন পোর্ট্রেট মোড একটি ছবিতে চারটি ঋতুর ভিন্ন ভাব ফুটিয়ে তোলে। উন্নত এআই ইরেজ ৩.০ এর সাহায্যে ভিড়ের মধ্যে থাকা অবাঞ্ছিত বস্তু সরানো যায়। স্মার্ট লাইটিং কন্ট্রোল এবং মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহ ছবিকে করে দুনিয়াসেরা দৃষ্টিনন্দন।

টার্বো প্রসেসরের সঙ্গে স্মুথ পারফরম্যান্স

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর ৯০ এফপিএস পর্যন্ত দ্রুত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে। ১২ জিবি র‍্যাম ও ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম একসঙ্গে একাধিক অ্যাপ চালানোর সময়ও ল্যাগ কমায়। স্মার্ট সিস্টেম অপটিমাইজেশন ফোনটিকে ৫ বছর পর্যন্ত ফাস্ট রাখে।

বিজ্ঞাপন

প্রিমিয়াম ডিজাইন

স্লিম প্রোফাইল ও মিনিমালিস্টিক ক্যামেরা মডিউল ফোনটিকে আরও আভিজাত্যপূর্ণ করেছে। মাত্র ১৯৬ গ্রাম ও ৭.৫৯ মিমি পুরুত্বের ভিভো ভি৬০ লাইট সহজে বহনযোগ্য ও প্রিমিয়াম লুক প্রদান করে। কালার অপশনে রয়েছে টাইটেনিয়াম ব্লু এবং এলিগেন্ট ব্ল্যাক।

ম্যাসিভ ব্যাটারি ও দ্রুত চার্জিং

বিজ্ঞাপন

৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি একদিনের ব্যবহার নিশ্চিত করে। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জের সাহায্যে জরুরি মুহূর্তে দ্রুত চার্জ নেওয়া সম্ভব। ভ্রমণে ১৪ ঘণ্টা পর্যন্ত নেভিগেশন সাপোর্ট পাওয়া যায়।

স্মার্ট এআই অ্যাসিস্ট টুল

এআই ক্যাপশন, ট্রান্সক্রিপ্ট ও নোট অ্যাসিস্টের মাধ্যমে দৈনন্দিন কাজ সহজ। রিয়েল টাইম স্পিচকে টেক্সটে রূপান্তর, মিটিং হাইলাইট তৈরি, একাধিক ভাষায় অনুবাদ ও টু-ডু লিস্ট তৈরি সবকিছু সম্ভব মুহূর্তের মধ্যে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD