Logo

গাজায় ইসরাইলি বোমায় ধ্বংস ৪৭ মসজিদ, ৭ গির্জা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৩, ২২:০৪
37Shares
গাজায় ইসরাইলি বোমায় ধ্বংস ৪৭ মসজিদ, ৭ গির্জা
ছবি: সংগৃহীত

গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

গেল ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। এতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ঘনবসতিপূর্ণ অঞ্চলটি। এরই মধ্যে গাজায় ইসরাইলের বিমান হামলায় ৪৭টি মসজিদ ও সাতটি গির্জা ধ্বংস হয়েছে।

গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

এছাড়াও গেল  তিন সপ্তাহে ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিসও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

বিজ্ঞাপন

মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফ জানিয়েছেন, ব্যাপক বোমা হামলার কারণে দুই লাখ ২০ হাজার আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এর আগে গাজায় সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলের সেনাবাহিনী একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং দেড় হাজারেরও বেশি বাস্তুচ্যুত লোকের আশ্রয় নেওয়া একটি স্কুলেও বোমা হামলার হুমকি দিয়েছে।

বিজ্ঞাপন

রিপোর্ট লেখা পর্যন্ত গেল ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বোমায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি শিশু এবং দুই হাজারের বেশি নারী। আহত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ। সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD