Logo

হামাস-ইসরায়েল তুমুল লড়াই

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৮
95Shares
হামাস-ইসরায়েল তুমুল লড়াই
ছবি: সংগৃহীত

তাদের দাবি এই শহরে লুকিয়ে আছে হামাসের হাইকমান্ড নেতারা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে দখলদার ইসরায়েলি সেনাদের সাথে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ শুক্রবার (১৫ ডিসেম্বর) ইউনিস শহর থেকে জানান, ইসরায়েলি সেনাদের সাথে হামাসের প্রচন্ড গোলাগুলি চলছে। এর আগে শহরটিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালিত স্কুলে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। স্কুলটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ঐ হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আল-জাজিরা অ্যারাবিকে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দেখা যায়, শহরটির নাসের হাসপাতালের নিকট মৃতদেহ নিয়ে যাচ্ছেন নিহতের আত্মীয়-স্বজনরা। 

বিজ্ঞাপন

সাংবাদিক হানি মাহমুদ জানান, আল নাসের হাসপাতালে চিকিৎসা নিয়ে আহত যেসব মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন; তাদের অধিকাংশ বাড়িতে গিয়ে দেখতে পেয়েছেন, তাদের বাড়িঘর ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। খান ইউনিস শহরে ধ্বংস হওয়া ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছে। উদ্ধার কাজে অভিযান পরিচালনার মত সরঞ্জামের অভাবে মানুষদের উদ্ধার করাও অসম্ভব হচ্ছে। 

৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হলেও গাজার দক্ষিণ অঞ্চল এই হামলা থেকে অনেকটাই মুক্ত ছিল। ৩১ নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর দক্ষিণ অঞ্চলের খান ইউনুস শহরটি লক্ষ্যবস্তু পরিণত করেছে ইসরায়েল। তাদের দাবি এই শহরে লুকিয়ে আছে হামাসের হাইকমান্ড নেতারা।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD