Logo

ইউরোপ-আমেরিকা কর্মকর্তাদের গাজায় গণহত্যার নিন্দা

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:২৯
41Shares
ইউরোপ-আমেরিকা কর্মকর্তাদের গাজায় গণহত্যার নিন্দা
ছবি: সংগৃহীত

জানিয়েছে ইউরোপ এবং আমেরিকার ৮০০ সরকারি কর্মকর্তা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার নিন্দা জানিয়েছে ইউরোপ এবং আমেরিকার ৮০০ সরকারি কর্মকর্তা।

গাজার বেসামরিক ও অসহায় মানুষের উপর ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ অকুন্ঠ সমর্থন দেয়ায় এই নিন্দা জানাচ্ছে এসব কর্মকর্তা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে এসব কর্মকর্তা তাদের সরকারের নীতির সমালোচনা করে বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ট্রান্সঅ্যাটলান্টিক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রশাসন এই শতাব্দীর অন্যতম জঘন্য মানবিক বিপর্যয়ে জড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছে। 

কর্মকর্তা বলেছেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালানোর ক্ষেত্রে কোন সীমানা রাখেনি যার ফলে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে অথচ এসব মৃত্যুর ঠেকানো সম্ভব ছিল। এসব দেশ ইচ্ছাকৃতভাবে গাজায় সাহায্য বন্ধ করে পরিস্থিতি আরো মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। হাজার হাজার বেসামরিক নাগরিককে অনাহার এবং ধীর-মৃত্যুর ঝুঁকিতে ফেলেছে। পার্সটুডে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD