Logo

সৌদিতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে

profile picture
জনবাণী ডেস্ক
১১ মার্চ, ২০২৪, ০৭:২১
182Shares
সৌদিতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে
ছবি: সংগৃহীত

পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়ে

বিজ্ঞাপন

ইসলামের সূতিকাগার ও পবিত্র ভূমি সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত পবিত্র রমজান মাস।

রবিবার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু করা হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি আধুনিক টেলিস্কোপেরও ব্যবহার করা হয়। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইনসাইড দ্য হারামাইনের সোশ্যাল পেজে চাঁদ ওঠার তথ্য প্রথমে জানানো হয়।

দেশটির সুদাইর নামক একটি অঞ্চলে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। আর সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। বিস্তর মরুভূমিতে বড় মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার পাতানো হয়। এবং ওইস্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও দেশটির তুমাইরে প্রায় সমান প্রস্তুতি নেওয়া হয়। তবে দুপুরের একটু পরই সেখানে ধূলিঝড়ের শুরু হয়। এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আবহাওয়া আবারও ঠিক হয়ে যায়।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টার কিছু সময় আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, “এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে পবিত্র রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।” কিন্তু পরবর্তীতে চাঁদের দেখা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এরপরই পবিত্র কাবাভিত্তিক সোশ্যাল পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোনো জায়গা থেকে চাঁদ দেখার তথ্য আসেনি। এই তথ্য দেওয়ার কয়েক মিনিট পরই জানানো হয়, ১৪২৫ হিজরি বর্ষের মাহে রমজানের চাঁদ দেখা গেছে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে এবং রবিবার রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD