Logo

স্যান্ডউইচ খেয়ে হাসপাতালে ভর্তি ৫৬০ জন

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৪, ২২:১৮
221Shares
স্যান্ডউইচ খেয়ে হাসপাতালে ভর্তি ৫৬০ জন
ছবি: সংগৃহীত

ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে স্যান্ডউইচগুলো নষ্টে হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

বিরল এক ঘটনা ঘটনা ঘটেছ ভিয়েতনামে। দেশটিতে  স্যান্ডউইচ খেয়ে ৫৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬-৭ বছরের দুই ছেলে শিশুসহ ১২ জনের অবস্থা গুরুতর।

জানা যায়, দক্ষিণ ভিয়েতনামে একটি শপ থেকে ঐতিহ্যবাহী ‘বান মি স্যান্ডইউচ’ কিনে  খাওয়ার পর তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়। এ ঘটনায় ইতোমধ্যে ডং নাই প্রদেশে অবস্থিত ওই বেকারিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে স্যান্ডউইচগুলো নষ্টে হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক পরিদর্শনে দেখ যায়, বেকারি খাদ্যের ন্যূনতম নিরাপত্তা মান পূরণ করেনি। বান মি স্যান্ডউইচ হল ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী খাবার।  

সোমবার (৬ মে) লং খান শহর কর্তৃপক্ষ জানায়, গত ৩০ এপ্রিল বাং বেকারি থেকে ওই স্যান্ডউইচ খাওয়ার পর কমপক্ষে ৫৬০ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২০০ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, ‘বান মি স্যান্ডইউচ’ বেকারি থেকে প্রতিদিন ১ হাজার ১০০ স্যান্ডউইচ বিক্রি করা হয়। ওই বেকারি থেকে যারা স্যান্ডউইচ খেয়েছে তাদের অনেকে ডায়রিয়া, বমি, জ্বর এবং পেট ব্যথায় আক্রান্ত হয়।

ভিয়েতনামের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, এই স্যান্ডউইচ খেয়ে এক নারী তার তিন সন্তানকে নিয়ে আইসিইউতে ভর্তি হন।  

বিজ্ঞাপন

এ ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ। সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD