Logo

ভোট দিলেন নরেন্দ্র মোদি

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৪, ২২:৪০
86Shares
ভোট দিলেন নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

ভোট দেওয়ার পরে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য আঙুলে ভোটের কালির ছাপ দেখান তিনি

বিজ্ঞাপন

ভারতের চলমান লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৭ মে) আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দেন তিনি। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন অমিত শাহ। 

বিজ্ঞাপন

ভোট দেওয়ার পরে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য আঙুলে ভোটের কালির ছাপ দেখান তিনি। একই কেন্দ্রে ছেলে জয় শাহ এবং স্ত্রী সোনাল শাহকে সাথে নিয়ে সপরিবারে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজ্ঞাপন

এছাড়া বারামতির ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপি (শরদ)- সুপ্রিমো শরদ পাওয়ার। এই লোকসভা আসনে সুপ্রিয়া সুলেকে প্রার্থী করেছে এনসিপি (শরদ)। তার প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী সুনেত্রা পওয়ার।

বিজ্ঞাপন

এদিকে, একেবারে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

বিজ্ঞাপন

মহারাষ্ট্রের লাতুরের ভোট দেন বলিউড অভিনেতা তথা কংগ্রেস নেতা বিলাসরাও দেশমুখের ছেলে রীতেশ দেশমুখ। তার সাথে ০ভোট দিয়েছেন, তার স্ত্রী অভিনেত্রী জেনেলিয়া ডিসুজাও।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD